Title
৫৬ জনের মুক্তি যুদ্ধের গণ কবর
Transportation
নওগাঁ সদর থেকে ১২ কিলোমিটার সড়ক পথে রাণীনগর উপজেলা। রাজশাহী বিভাগীয় শহর ও জেলা সদর থেকে সরাসরি সড়ক পথে রাণীনগর উপজেলা সদরে আসা যায়।
নওগাঁ শহর হতে নদী পথে এবং নাটোর জেলার সিংড়া উপজেলা, আত্রাই হয়ে নদী পথে রাণীনগর আসা যায় ।
সকল ইউনিয়নেই কিছু কিছু পাঁকা সড়ক আছে। তবে মিরাট ইউনিয়নে কোন পাঁকা সড়ক এখনও নির্মিত হয়নি। তাই এখানে নৌকা, ভ্যান, গরুর গাড়ী, টেম্পু, বাস, ট্রাক যোগাযোগের মাধ্যম।
ইউপি অফিস থেকে ডিসি অফিসের দূরত্ব(কিমি): ১৮ কিমি; ইউপি অফিস থেকে ইউএনও অফিসের দূরত্ব(কিমি): ১২ কিমি; নিকটতম রেলওয়ে ষ্টেশনেরনাম: রাণীনগর রেলওয়ে স্টেশন; ইউপি অফিস থেকে রেলওয়ে ষ্টেশনের দূরত্ব(কিমি): ১৩ কিমি ; নিকটতম বাস স্টপেজের নাম: বেতগাড়ী বাজার বাস স্টপেজ; ইউপি অফিস থেকে নিকটতম বাস স্টপেজের দূরত্ব(কিমি): ০৬ কিমি
Details
মিরাট ইউনিয়নের একমাত্র দর্শনীয় স্থান আতাইকুলার পালপাড়ায় অবস্থিত ৫৬ জনের মুক্তি যুদ্ধের গণ কবর।